৭১ বাংলাদেশ প্রতিবেদকঃঝালকাঠির কাঠালিয়ায় ৮ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করার দায়ে ইভটিজারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, উপজেলার চেচঁরীরামপুর এম এল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ও উত্তর চেঁচরী গ্রামের মনির খানের কন্যা মীম আক্তারকে (১৪) বুধবার সকালে স্কুলে আসার পথে যৌন হয়রানি করে একই গ্রামের পনু ফকিরের ছেলে তৌহিদুল ইসলামক (১৯)। অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম তৌহিদকে ওই সাজা দেন।
এসময় কাঠালিয়া থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম উপস্থিত ছিলেন।