রাউজানে এক ৮ম শ্রেণীর স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করার অপরাধে এক যুবকে ৩ মাস বিশ্রাম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মোঃ ইয়াকুব ( ৩৪) । সে রাউজান উপজেলার সদর রাউজান৭ নং ইউনিয়নে ৯নং ওয়ার্ডের খলিলাবাদ এলাকার ইসহাকের পুত্র। ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে উপজেলার রাউজান আর্য্য মৈত্রেয় ইনস্টিটিউশন সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। জানাযায় রাউজান আর্য্য মৈত্রেয় ইনস্টিটিউশনের ৮ম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থী বাড়ী ফেরার পথে উত্যক্ত করেন ইয়াকুব। এসময় শিক্ষার্থীটি চিৎকার করে উঠলে এলাকার লোকজন এগিয়ে এসে ইয়াকুবকে আটক করে। স্থানীয় চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরুকে খবর দিলে ঘটনাস্থরে এসে চেয়ারম্যান উপস্থিত হয়। পরে চেয়ারম্যান ইয়াকুবকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করেন । এরপর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজা কতৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতে ইয়াকুবকে ইভটিজিং করার অপরাধে ৩ মাসের বিশ্রাম কারাদণ্ড সহ ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করে ।
Discussion about this post