৯ই মহরম ২০শে সেপ্টেম্বর আহলা দরবার শরীফে আগমন আওলাদে আলা হযরত বোয়ালখালী ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফের উদ্যোগে পবিত্র শোহদায়ে কারবালা মাহফিল তরিকতে মাওলা গ্রুপে বাংলাদেশ এর ব্যবস্থাপনায় যথাযথ মর্যাদায় আহলা দরবার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এতে মাহফিলে প্রধান মেহমান আলা হিসাবে উপস্থিত থাকবেন আওলাদে আলা হযরত,মোর্শেদে বরহক পীরে কামেল,খতীবুলহীন্দ,মুফতীয়ে আহলে সুন্নাত শাহজাদায়ে হুজুর রায়হানে মিল্লাত, তৌছিফে মিল্লাত হযরতুলহাজ্ব আল্লামা শাহসুফী মুফতি মোহাম্মদ তৌছিফ রযা খান কাদেরী বেরেলভী(মাঃজিঃআঃ) এতে মাহ্ফিলে সভাপতিত্ব করবেন, আহলা দরবারের সাজ্জাদানশীন পীরে তরিকত হযরত শাহসুফি আলহাজ্ব সৈয়দ এমদাদুল ইসলাম (মাঃজিঃআ) আহলা দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহাজাদা মুফতি সৈয়দ মাইনুল ইসলাম জুনায়েদ বলেন, আহলে বায়েতের স্মরণে এই মহান মাহফিলে দলমত নির্বিশেষে উপস্থিত হয়ে আওলাদে রাসুলের ফয়ুজাত হাসিল করুন। আর মাহফিল সফল করার জন্য সবার সহযোগীতা কামনা করছি। মাহফিলে আরো উপস্থিত থাকবেন দেশ বরণ্য ওলোমায়ে কেরাম সুনাম ধন্য শায়ের,নাঁত -খা বিশিষ্ট লেখক,গবেষক, সাংবাদিক সরকারী কর্মকর্তাবৃন্দ, ও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকবেন।বিজ্ঞপ্তি
Discussion about this post