৭১ বাংলাদেশ প্রতিনিধিঃসাতক্ষীরার আশাশুনিতে বজ্রপাতে এক গৃহবধূর হয়েছে। তার নাম ষষ্ঠি কুন্ডু (৩৫)। এ সময় আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার দুপুরের দিকে আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ষষ্ঠি কুন্ডু আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামের শ্যামল কুন্ডুর স্ত্রী। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গৃহবধূ ষষ্ঠি কুন্ডু তার বাড়ির পাশে একটি আম বাগানে আম কুড়াচ্ছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত ঘটলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আরো একজন। এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।