জনতার কলাম ঃ ৫ই এপ্রিলে ময়মনসিংহে আসচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ময়মনসিংহ বিভাগে আশছেন এপ্রিলের ৫ তারিখ বাংলাদেশে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনা। তিনি ময়মনসিংহে আসবেন বলে জানা গেছে। ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে জনসভায় ভাষন প্রদান ও আনুষ্ঠানিক ভাবে ময়মনসিংহের বিভাগীয় কার্যক্রমের শুভ উদ্ভোবন করবেন বলে জানা গেছে। আনুষ্ঠানিক কোন ঘোষনা না আসলেও সামাজিক মাধ্যমগুলোতে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর ময়মনসিংহে আগমনের বিষয়টি প্রচার হয়ে গেছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বার্তা দিচ্ছেন। এবং সামাজিক গণমাধ্য ফেইসবুকে যানা যায়। প্রধানমন্ত্রীর আগমন নিয়ে শাহিন রাকিব এবং Sayad lslam নামে ২ জন লিখেছে.. ”ময়মনসিংহে সুস্বাগতম === মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী ৫ই এপ্রিল ময়মনসিংহে আসছেন । তিনি ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানেএক জনসভায় ভাষণ দিবেন এবং সেই সাথে আনুষ্ঠানিক ভাবে ময়মনসিংহের বিভাগীয় কার্যক্রমের শুভ উদ্ভোবন করবেন । গতকাল সোমবার বিকেলে ঢাকা থেকে ফিরে এসে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর সংগ্রামী সাধারন সম্পাদক জনাব Muazzem Hossain Babul এই ঘোষণা দেন ।তপু রায়হান রাব্বী জানান সঠিক তথ্য জানানেই কারো ।
Discussion about this post