কবিতাঃএই বাংলা
কবিঃশেখ আশরাফুল ইসলাম,
বাংলার প্রকৃতি ,মিশ্রিত বাংলার সংস্কৃতি।
বাংলার মৎস্য;ছুটে চলে নদীতে বেগ নিয়ে অশ্ব।
বাংলার রূপ
দেখতে ইচ্ছে করে বারে বারে খুব।
বাংলার মিঠা পানি নদী,বাংলার বুক চিরে বহে নিরবধি।
বাংলার আহা মরি রুপালি দৃশ্য
দেখে যে সারা বিশ্ব।
বাংলার পক্ষী কূল
বাংলার রূপের এক দৃশ্যকাব্য বাংলাদেশ
বাংলার ঝলকানি রূপ,
দেখে প্রেমে পড়বে না পাওয়া যাবে না এমন লোক খুব।
বাংলার নদীতে ছুটে চলা বালি কণা
অঙ্কিত করে নিজ থেকে নিজ আল্পনা।
চন্দ্র সূর্য লম্ব রেখা টান;নদীতে গড়ে তুলে বান।
বাংলার প্রকৃতির মান,
বাংলার গড়ে দিয়েছে রূপের সোনা ভরা ধান।
বাংলার প্রকৃতি বিস্মৃত দৃশ্য
অবস্থান করে নিয়েছে বিশ্বের শীর্ষ।
বাংলার প্রকৃতি প্রেমিক প্রেমিকাকে টানে
খুঁজে ফিরে নিজেকে নিজ মানে।
বাংলার এমন এক প্রকৃতি
বিশ্ব প্রকৃতিই তার শাখা নীতি বাংলার
রূপ রঙ্গের বাহার আমার এই বাংলাদেশ ।
Discussion about this post