বিশেষ প্রতিনিধিঃআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারাদেশের দুর্নীতিবাজ অপরাধীরা নজরদারিতে আছে। এ সবের পেছনে যারা আছে তাদেরও ধরা হবে। অপরাধীদের বিরুদ্ধে থেমে থেমে অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া এ অপকর্মের পেছনে যারা কলকাঠি নাড়ছেন তারাও রেহাই পাবেন না।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন তিনি।
এ সময় ওবায়দুল কাদের বলেন, আদালত খালেদা জিয়াকে জামিন দেয়নি বলেই অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিএনপি। বিএনপি যে বিক্ষোভ করছে তা কোনো রাজনৈতিক নেতা বা দলের বিরুদ্ধে নয়। এটা আদালতের বিরুদ্ধে অঘোষিত একটা কর্মসূচি।
ওবায়দুল কাদের আরো জানান, প্রায় এক হাজারের মতো চীনের অধিবাসী পদ্মাসেতুতে কাজ করে। এখান থেকে ১৫০ জন ছুটিতে দেশে গেছেন। যদি দুই মাসের মধ্যে করোনাভাইরাসের কোনো উন্নতি না হয় তাহলে পদ্মাসেতুর কাজে সামান্য বিঘ্ন ঘটবে।
তিনি বলেন, পদ্মাসেতুর কাজ থেমে থাকবে না কয়েকদিন আগেও ২৫তম স্প্যান বসানো হয়েছে। আগামী সপ্তাহে আরেকটি স্প্যান বসানোর কথা রয়েছে। তারা যদি ছুটি থেকে না আসতে পারে তাহলে কাজের কিছুটা সমস্যা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর এবং উপ দফতর সম্পাদক সায়েম খান প্রমুক ।