মোঃ ফয়সাল এলাহীঃমহিউদ্দিনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ ৩৮ নং ওয়ার্ড যুবলীগ নেতা মহিউদ্দিন মহিদ এর নৃশংস হত্যাকান্ডের চারদিন অতিবাহিত হয়ে গেলেও হত্যাকান্ডে অংশ নেওয়া সক্রিয় খুঁনিদের কাউকে গ্রেপ্তার করতে না পারায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সর্বস্তরের জনগন। গত ২৬ মার্চ হালিশহরে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে যুবলীগ নেতা মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় গতকাল মেহের আফজাল উচ্চ বিদ্যালয় মাঠে সর্বস্তরের জনগণের স্বতস্ফূর্ত উপস্থিতিতে সর্বদলীয় এক প্রতিবাদ সমাবেশ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নগর আওয়ামীলীগ এর ধর্ম সম্পাদক হাজী জহুর আহম্মদ, নগর আওয়ামী লীগ সদস্য মো. নূরুল আলম, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, ৩৮ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি হাসান মুরাদ, সাধারণ সম্পাদক মো. হাসান, বন্দর জোনের সহকারী উপ পুলিশ কমিশনার কামরুল ইসলাম, থানা আ.লীগ এর যুগ্ম সম্পাদক হাজী মোহাম্মদ ইলিয়াস, স্কুল প্রধান শিক্ষক মাহফুজুল ইসলাম, জাহেদুল আলম মিন্টুর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা আওয়ামীগ নেতা মাহবুবুল আলম, সালামত আলী, নগর যুবলীগ সদস্য নেসার আহম্মেদ, এস এম সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, মহানগর যুবলীগ নেতা আশরাফুল গনি, নগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু, হোসেন সরওয়ার্দী, ওয়ার্ড আ.লীগ নেতা মো. হাসান, আবু নাসের, মো.আক্তারুজ্জামান, হাজী হাসান মুন্না প্রমুখ। এমন বিভৎস হত্যাকান্ড ৩৮ নং ওয়ার্ডে আর কখনও ঘটেনি। হত্যাকারীরা চিহ্নিত দুস্কৃতিকারী, অপরাধী এবং সমাজ বিরোধী।
Discussion about this post