নাগরপুর প্রতিনিধি:টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে।
১৭ ই মার্চ ২০২০, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলির পর নাগরপুর উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলম চাঁদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
Discussion about this post