বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রামে নগরীর আদালতে ৮ টি গুরুত্বপূর্ণ শূণ্য পদে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে।রোবাবার (১৫ মার্চ) সরকারের আইন ও বিচার বিভাগ কর্তৃক একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়। ফলে আদালতগুলোতে চলা অচলাবস্থা কেটে যাবে বলে মনে করছেন আইনজীবীরা।
নিয়োগ পাওয়া বিচারকরা হলেন- ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস ওয়াহিদ, পাবনার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আমিরুল ইসলাম, নারায়ণগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত, নোয়াখালীর যুগ্ম জেলা ও দায়রা জজ আ স ম শহিদুল্লাহ কায়সার, লক্ষীপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আকতার, চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. জসিম উদ্দিন, চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ শেখ হামিদুল ইসলাম এবং মুন্সিগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ শহীদুল আলম।
এদের মধ্যে, ফেরদৌস ওযাহিদ, অশোক কুমার দত্ত, আ স ম শহীদুল্লাহ কায়সার, ফারজানা আকতার ও শেখ হামিদুল ইসলামকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়। অপর দিকে মো. আমিরুল ইসলাম, মো. জসিমি উদ্দিন ও শহীদুল আলমকে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
Discussion about this post