বিশেষ প্রতিনিধিঃচট্রগ্রাম নগরীর ১১ নম্বর দক্ষিণ কাট্টলীতে আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর মোরশেদ আকতারের এক সমর্থককে কুপিয়ে খুন করা হয়েছে। নিহত ওই সমর্থক হলো তানভির (৪০)। নিহত তানভিরের বাবার নাম জহির সর্দার।
বুধবার রাতে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মোরশেদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল হক। তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে জরুরি বিভাগে গুরুতর আহতবস্থায় তানভীরকে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
এসআই জহির বলেন, কুপিয়ে আহত করার কারণে অধিক রক্তক্ষরণে তানভিরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান বলেন, তানভির নামের একজন নিহত হওয়ার ঘটনা সঠিক। আমরা বিষয়টা তদন্ত করছি। বৃহস্পতিবার বিস্তারিত জানানো হবে বলেন তিনি।
Discussion about this post