বিশেষ প্রতিনিধিঃবিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন শ্রমিক, কর্মচারি ও নিম্ন আয়ের মানুষের মাঝে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সেচ্ছাসেবী সংগঠন”টিম পতেঙ্গা” ৫০০ পরিবারের এক সপ্তাহ দায়িত্ব নিয়ে পতেঙ্গায় বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেন।
শুক্রবার (৩ এপ্রিল) দ্বিতীয় দিনের মত চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় রাতে “টিম পতেঙ্গার” সেচ্ছাসেবক কর্মীরা ঘরে ঘরে গিয়ে “আপনার জন্য উপহার” সামগ্রী পৌছে দেন।
এ সময় সেচ্ছাসেবক কর্মীরা বলেন, সরকারের পাশাপশি বিত্তবানদেরও এই দূর্যোগের সময় খাদ্যসামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এ সময় সেচ্ছাসেবক কর্মীরা বলেন, সরকারের পাশাপশি বিত্তবানদেরও এই দূর্যোগের সময় খাদ্যসামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যতিক্রমী উদ্যোগে আমরা সহায়তা করছি কোন চবি তুলে মানুষকে দেখানোর জন্য নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি মাত্র,
মানুষ দূর্যোগের সময় কিছু দিলে প্যাকেটে গায়ে “ত্রাণ” লিখলেও আমরা সেই প্যাকেটে লিখছি “আপনার জন্য উপহার” আমরা ৫০০ পরিবারের জন্য ১ সপ্তাহের চাল, ডাল, আলু, লবন, পেঁয়াজ,তেল ও সাবান বিতরণ করা হয়।
সেচ্ছাসেবী সংগঠন “টিম পতেঙ্গার” উদ্যোগে এখন পর্যন্ত ২৪৫টি নিম্ন আয়ের পরিবারের মাঝে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা।