সাংবাদিক বাবলু বড়ুয়া জানান ঘর বন্দি হয়ে আছেন কর্মজীবী, পোশাক শ্রমিক সহ নানা পেশার মানুষ । চট্রগ্রাম নগরীর ১৪ নং ওয়ার্ড লালখান বাজার,তুলা পুকুর পাড়,পোড়া কলোনি বাসিন্দারা জানান তাহারা
কোন ধরনের সহযোগীতা ও সরকারী ত্রাণ পায়নি , বাবলু বড়ুয়া আরো জানান খুলশী থানার সেকেন্ড অফিসারের
নিকট নগরীর ১৪ নং ওয়ার্ড লালখান বাজার, তুলা পুকুর পাড় পোড়া কলোনি বাসিন্দাদের জন্য ত্রাণ দিয়ে সহযোগীতা করার অনুরোধ জানিয়েছেন,বাবলু বড়ুয়া আরো জানান ত্রাণ সহযোগীতার জন্য বারংবার খুলশী থানাতে যোগাযোগ করলে এক পুলিশ কর্মকর্তা বলেন আপাতত দেওয়ার মতো খুলশী থানাতে ত্রাণ নেই সরকারী ত্রাণ আসলে অবশ্যই সহযোগীতা করা হবে ।
সংযুক্ত ত্রাণ না পাওয়া ব্যাক্তিদের নাম ও মোবাইল নাম্বার দেওয়া হলো