বিশেষ প্রতিনিধিঃকরোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে চলছে লকডাউন, এতে কর্মহীন হয়ে পরেছেন অনেক মানুষ। নাগরপুর উপজেলার কর্মহীন দরিদ্র মানুষদের জন্য খাদ্য সহায়তার উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আছাব মাহমুদ।
খন্দকার আছাব মাহমুদের এ খাদ্য সহায়তার অংশ হিসেবে মঙ্গলবার নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ৪টি গ্রাম – সারাংপুর, কাজীর পাচুরিয়া, পাছুটা ও মাইলজানিতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খন্দকার আছাব মাহমুদের পক্ষে নাগরপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ সুজায়েত হোসেন ও সারাংপুরের খন্দকার তোফাজ্জল হোসেন ডিটুল ১২০টি পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রতিটি সহায়তা প্যাকেটে রয়েছে চাল, ডাল, আলু, তেল, ছোলা ও সাবান। 

Discussion about this post