বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রামের হালি শহর ২৬নং ওয়ার্ড কাউন্সিলর এর অফিসের সামনে সরকারি ত্রাণ চাওয়ার কারণে ৬০ উর্ধ বয়স্ক মহিলাকে ধাক্কা দিয়ে বুকে লাতি মেরেছে বলে অভিযোগ উঠেছে ৷
সূত্র জানায় রবিবার (২৬ এপ্রিল) কাউন্সিলর কার্যালয়ে এক বৃদ্ধাকে লাথি মারার ঘটনা ঘটেছে ।
বর্তমান কাউন্সিলর আওয়ামীলীগের না হলেও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে সমন্বয় করেই দরিদ্রদের জন্যে পাঠানো প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বুঝিয়ে দেয়া হচ্ছে ভবন ও বস্তি মালিকদের৷
ত্রাণ বিতরণে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের চাপ ও তালিকার বিষয়টি স্বিকারো করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল হাশেম।
দুপুরে বৃষ্টিতে ভিজে স্থানীয় নারী পুরুষরা ২৬নং হালিশহর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ত্রান সামগ্রী সংগ্রহের জন্যে সমবেত হয়৷ এ সময় ত্রান চাইলে এসে কাউন্সিলর কার্যালয়ের ভেতরেই শারীরি নির্যাতনের শিকার হন ষাটোর্ধ্ব নুর জাহান বেগম।