বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতানা আঁখি নামে করোনা আক্রান্ত এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।
সূত্র জানায় বুধবার (১৩ মে) রাত ১১ টার দিকে করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়।
আঁখি নগরীর পতেঙ্গা সিটি কর্পোরেশন কলেজে ডিগ্রি পড়তো। তার বাড়ি কাঠগড় ইউসুপ বলীর গলির এলাকায়। ক্যান্সার আক্রান্ত হয়ে সে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলো,পরে গত ৫ মে তার শরীরে করোনা শনাক্ত হলে তাকে জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করানো হয়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা.আব্দুর রব জানান, বুধবার রাত ১১ টার দিকে চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু হয়েছে।
মৃত্যু হওয়া কলেজ ছাত্রী ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।
Discussion about this post