রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃকুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় বৃষ্টির পানিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছ। ভোলা মোড় (শাপলা চত্বর), ডিসি সড়ক (ইসলামী ব্যাংকের সামনে) ও ডিগ্রি কলেজ রোড
এবং বাঞ্চানছার রোড থেকে কোন দিকে পানি বাহির হতে না পারার কারনে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ সহ যানবাহন চলাচলের খুবই কষ্ট কর হয়ে পড়েছে ।