জনতার কলামঃলেখক শহিদুল ইসলামঃপ্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি,মাননীয় প্রধানমন্ত্রী জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য খাতে বিশেষ প্রণোদনা দিয়ে করোনা ভাইরাস সংক্রান্ত টেস্ট ও চিকিৎসা সেবা একদম ফ্রি করার ব্যবস্থা গ্রহণের লক্ষে আপনার জরুরী হস্তক্ষেপ কামনা করছি ।
দেশের সাধারন জনগন আজ ভাত খেতে পারছে না 3500 টাকা প্রদানের মাধ্যমে টেস্ট করানোর সামর্থ্য জনগনের নেই করানোর চিকিৎসা করানো তো অনেক দূরের ব্যাপার মানুষের দুয়ারে দুয়ারে আপনি উপহার হিসাবে খাদ্য সরবরাহ করে যাচ্ছেন,তবে সেখানে মানুষ কি করে টাকা দিয়ে টেস্ট করাতে পারবে আপনি বলুন?
কতিপয় মহল হয়তো আপনার ও সরকারের সুনাম নষ্ট করার জন্য সুকৌশলে কিছু প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে করোনা ভাইরাসের টেস্ট করার অনুমতি দিয়ে যাচ্ছে,এবং টেস্ট ফি 3500 টাকা নির্ধারণ করে নিজেদের ফায়দা লুটে নিচ্ছে ।
জনগণের মাঝে আপনার ও আপনার সরকারের উপর ক্ষোভ সৃষ্টি হচেছ বলে অনেকেই ধারণা করছে আমি সাধারণ একজন নাগরিক হিসেবে আপনার দৃষ্টি আকর্ষণ করছি ভুল হলে ক্ষমা করবেন ।
এ দেশ আপনার এদেশের জনগণ আপনার জনগণের ভালো-মন্দ দেখার দায়িত্ব আপনার জনগণের সুখ-দুঃখের কথা শোনার জন্য আজ আপনি প্রধানমন্ত্রী হিসেবে আমাদের অভিভাবক তাই আমরা আপনার কাছেই
আমাদের সুখ দুঃখ কষ্ট ব্যাথা সহ সবকিছু জানাতে চাই,হয়তো আমরা সরাসরি আপনাকে আমাদের কষ্টের কথা গুলো বলতে পারছিনা তাই গণমাধ্যম এর মাধ্যমে আপনাকে জানাচ্ছি,আমরা জানি আপনি শান্তির প্রতীক এবং এইদেশকে ভালোবাসেন কোন দুর্নীতিকে প্রশ্রয় দেননি এবং জনগণের সুখে দুখে সব সময় পাশে ছিলেন,আছেন এবং ভবিষ্যতেও আমরা আপনাকে আমাদের পাশে পেতে চাই সবাই যদি আপনার মত হতো তাহলে সত্যিই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারতাম,জয় হোক আপনার এই মহামারী থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য আল্লাহ আপনাকে রহমত করুক এবং সমস্ত কিছু মোকাবেলা করার তৌফিক দান করুক-আমিন