৭১ বাংলাদেশ প্রতিনিধিঃপটিয়ায় স্বামীকে গাছে বেঁধে নববধূকে গণধর্ষণের ঘটনায় জুয়েল (২৮) ও মিন্টু (৩৩) নামে দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার নগরের পতেঙ্গা কাঠগড় ও বাকলিয়ার রাজাখালি এলাকা থেকে তাদের আটক করা করা হয়।
গ্রেফতারকৃত কৃত ২ জনই কোলাগাঁও ইউনিয়নের আজিজুল হক মেম্বার বাড়ি এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, গতকাল বুধবার রাত দুইটা থেকে অভিযান শুরু করে বৃহস্পতিবার ভোর ৫টায় নগরের পতেঙ্গা কাটগড় ও বাকলিয়ার রাজাখালি থেকে তাদের গ্রেফতার করে র্যাব সদস্যরা। গ্রেফতারের পর প্রাথমিকজিজ্ঞাসাবাদে দুজনেই ধর্ষণের কথা স্বীকার করেছে। এর মধ্যে গ্রেফতারকৃত আসামি জুয়েলের ইতিপূর্বেও একটি হত্যা মামলা আছে।
সূত্র জানায় গত ৭ জুন বাড়ি থেকে স্বামীসহ শ্বশুর বাড়িতে ফেরার পথে গণধর্ষণের স্বীকার হয় পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকার এক নববধূ। ঘটনার পর লোকলজ্জার ভয়ে ঘটনা কাউকে না জানালেও পরে ১৫ জুন পটিয়া থানায় চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়।