বিশেষ প্রতিনিধিঃকরোনাকালে মানবতার দৃষ্টি স্থাপন করল আমাদের সময়ের নিজস্ব আলোকচিত্র সাংবাদিক এসএম তামান্না। ট্রলির ওপর বৃষ্টিতে ভিজছিলো এক বৃদ্ধা রোগী। সাথে নেই ব্যক্তিগত সুরক্ষার জন্যে মাস্ক। এমন দৃশ্য দেখেই দৌড়ে গিয়ে নিজে ভিজে রোগীর মাথায় ধরলেন ছাতা এবং নিজের ক্যামেরার ব্যাগ থেকে নতুন মাস্ক পড়িয়ে দিলেন রোগীর মুখে।
বৃহস্পতিবার (১৮ জুন) পেশাগত দায়িত্বপালনকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে এমন দৃশ্যের স্থিরচিত্র ধারণ করেছেন দ্যা ডেইলি স্টারের স্টাফ ফটো জার্নালিস্ট মো. রাজীব রায়হান। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সাংবাদিক তামান্নার এই মানবতার দৃশ্যটি।
মো. রাজীব রায়হান জানান প্রতিদিনই আমরা চমেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের দুর্ভোগ-দুর্দশার ছবি তুলতে যাই। আজকেও যখন পেশাগত দায়িত্ব পালন করছিলাম এমন সময়ে দেখলাম সহকর্মী তামান্না এক মুমূর্ষূ রোগীকে পরমযত্নে মাস্ক পড়িয়ে দিচ্ছেন। দেখা মাত্র ক্যামেরা বন্দি করি এই দৃশ্যটি। আমরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দুর্দশাগ্রস্ত রোগীদের সাধ্যমতো সহায়তা ও পরামর্শ দিয়ে থাকি।
কয়েকদিন আগে যখন চট্টগ্রামে অক্সিজেন সংকট প্রকট হলো, সিলিন্ডারের অস্বাভাবিক মূল্য বাড়িয়ে দেওয়া হলো তখন অনেক রোগীকে আমরা বিনামূল্যে যেসব স্বেচ্ছাসেবী সংগঠন অক্সিজেন সরবরাহ করে, অ্যাম্বুল্যান্স সার্ভিস দেয় তাদের নাম্বার দিয়ে ফোন করে সহায়তা করেছি।
নিজের অনুভূতি জানিয়ে তামান্না জানান,প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। একজন বৃদ্ধা রোগীকে ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। মাথার ওপর ছাতা নেই, মুখে নেই মাস্ক পর্যন্ত। মানবিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালাম। আমরা সবাই যদি করোনাকালে অসহায়দের পাশে দাঁড়াই তাহলে তাদের দুঃখ-কষ্ট অনেক লাঘব হবে। আমরা যারা প্রতিদিন পেশাগত কাজে যাই সবাই চেষ্টা করি মানুষের পাশে থাকার।