বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৪ ডিসি (উপ-কমিশনার) পদে রদবদল হয়েছে। সোমবার (২২ জুন) সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের স্বাক্ষরিত একটি আদেশের মাধ্যমে ডিসি পদে এ রদবদল করেন।
স্বাক্ষরিত এ আদেশে বন্দরের ডিসি মো. হামিদুল আলমকে সিএমপির এস্টেট এন্ড ডেভলপমেন্ট শাখার ডিসি, ডিসি মো. কামরুল ইসলামকে বন্দরের ডিসি, ডিসি জয়নুল আবেদীনকে ট্রাফিক পশ্চিম বিভাগের ডিসি ও ডিসি শাকিলা সুলতানাকে পিওএম-বন্দরে ডিসি পদে রদবদল করা হয়েছে।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার ও জনসংযোগ কমকর্তা আবু বকর সিদ্দিক জানান,এটি একটি নিয়মিত রদবদল। সিএমপি কমিশনার মাহবুবর রহমান স্যার তাদের রদবদল করেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা এ আদেশ পালন করবেন।