বোয়ালখালী প্রতিনিধি:করোনায় যখন নিস্তব্ধ দেশ,তখনি মাদক আর চোরাকারবারিরা মাথা চাড়া দিয়ে উঠছে।নিয়মিত রাত দিন তৎপরতা চালিয়ে যাচ্ছে বোয়ালখালি থানা পুলিশ। তেমনি রবিবার (২১ জুন) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৭৫ লিটার চোলাই মদসহ শ্রীপুর বার্মাঘাট মসজিদ বাড়ি থেকে চোলাই মদসহ আবুল কাশেম (৪৫) ও সারোয়াতলী এলাকা চুরির মামলায় মোঃ নাছের (৪৮)কে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, আটকৃত আবুল কাশেম (৪৫) রাঙ্গুনিয়া উপজেলার বনগ্রামের কবির মেম্বারের বাড়ির আবুল বশরের ছেলে ও মোঃ নাছের (৪৮) মধ্যম শাকপুরা এলাকার বিল্লা বাড়ির রুহুল আমিনের ছেলে। অভিযান পরিচালনাকারী থানার এসআই মোঃ আব্দুল্লাহ আল হাসান বলেন, ফোর্সসহ মোবাইল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী থানার শ্রীপুর বার্মাঘাট মসজিদ বাড়ির দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে আবুল কাশেমকে আটক করে এবং তার থেকে থাকা ৭৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।