কবিতাঃকোথায় সে ভেদাভেদ
কবিঃশেখ আশরাফুল ইসলাম
আজ কোথা সে মুসলিম, হিন্দু, ইহুদি, বোদ্ধ,খ্রিস্টান,জৈন, শিখ
বেঁছে নাও সে রোগকে যা শুধু একই ধর্ম মাঝে সংক্রমিত হয়?
আজ কোথা সে ধর্মীয় মাঝে বিভেদ তল অঙ্কন কারি,
কলেরা, ইবোলা, করোনা ইত্যাদি রোগ বাদ দিয়েছে কি কোন অঙ্কন রেখা?
শরীর কাটলে রক্ত রং একই,
একই বৃত্তকার ছায়া তলে সকলে রই।
একই পরিবারে সদস্য আমরা
এক জনের আসলে বিপদ অন্য জনের উপর ও বর্তায়।
মানবতার জয় হোক,মানবতার জয় হোক।