মোঃ ফয়সাল এলাহীঃচট্টগ্রাম কলেজ থেকে এনায়েত বাজার মহিলা কলেজ ভুলকেন্দ্রে আসা পরীক্ষার্থীকে পৌঁছে দিলেন পুলিশ সদস্য । ভুলকেন্দ্রে আসা পরীক্ষার্থীকে পৌঁছে দিলেন পুলিশের এক সদস্য। পরীক্ষা শুরুর এক মিনিট আগে সঠিক কেন্দ্রে পৌঁছে দেন। এতে পরীক্ষার্থী হাঁফ ছেড়ে বাঁচলেন। গত (সোমবার) উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রথম দিন ভুল করে এক শিক্ষার্থী চলে আসেন চট্টগ্রাম কলেজ কেন্দ্রে। তারপর তাকে মোটরসাইকেলে এনায়েত বাজারের মহিলা কলেজে পৌঁছে দেন পুলিশ কনস্টেবল মো. জাহাঙ্গীর হোসেন। পুলিশের এ সদস্য সদরঘাটের উপ–পুলিশ কমিশনারের (ট্রাফিক) দপ্তরে নিয়োজিত। মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমার ছেলের পরীক্ষার কেন্দ্র ছিল চট্টগ্রাম কলেজ। তাকে নামিয়ে ফেরার সময় লক্ষ্য করলাম একটি মেয়েকে ঘিরে জটলা। মেয়েটি কাঁদছে। তার হাতে পরীক্ষার প্রবেশপত্র। এ সময় একজন অভিভাবক আমাকে জানাল, মেয়েটি ভুল কেন্দ্রে চলে এসেছে। তার কেন্দ্র এটি নয়। এদিকে পরীক্ষার সময় মাত্র ১৫ মিনিট। ইসলামিয়া কলেজের পরীক্ষার্থীরা এনায়েত বাজার মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। মেয়েটিকে মোটরসাইকেলে বসিয়ে দ্রুত নিয়ে গেলাম সেখানে। তখন মাত্র এক মিনিট বাকি। দারোয়ানকে বললাম মেয়েটিকে কেন্দ্রে ঢুকিয়ে দিতে। তারপর আসন খুঁজে দিলেন অন্যরা। মেয়েটির যে বিপদ সেটি আমার ছেলেরও হতে পারত। সেই চিন্তা থেকেই তাকে কেন্দ্রে পৌঁছে দিয়েছি।