৭১ বাংলাদেশ ডেস্কঃগ্রেফতার হওয়ার ডাঃসাবরিনার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড চায় পুলিশ।
সোমবার (১৩ জুলাই ২০২০ইং) ডাঃ সাবরিনাকে ঢাকা মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত শুনানি শেষে মহানগর হাকিম শাহিনুর রহমান তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে পুলিশের রিমান্ড আবেদনের বিরোধিতা করে ডাঃসাবরিনার পক্ষে জামিনের আবেদন করেন সাইফুল ইসলাম সুমন সহ কয়েকজন আইনজীবী।
শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে এই চিকিৎসককে ৩ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।এর আগে রবিবার দুপুর সোয়া ১টায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে আনা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেন জেকেজির প্রতারণা মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।
Discussion about this post