কবিতা-জনদরদী শেখ হাসিনা
কবিঃতাজ উদ্দীন
গুনের গুনাবলী দুই জাহানের
বাদশা রব,রহমান,খালিক আল্লাহ।
তুমিও মানুষ আমিও মানুষ
মানুষ আল্লাহর সৃষ্টির সেরা।
ধন,সম্পদ,মান-সম্মান দুই হাত
ভরিয়ে দেয় জগৎ জোড়া মালিক আল্লাহ।
ভালোবাসে আল্লাহ,ভালোবাসে আল্লাহ
শত চেস্টাতে সত্য হয়না কখনো বিলীন
হাজারও উপমা শিক্ষা দিয়েছেন
পৃথিবীর মালিক রাব্বুল আলামিন ।
মানুষ সকলি তোমারী দান
ন্যায়ের পথিক যারা,সাহসী মানুষ তারা
আল্লাহর দান সে যে বাংলাদেশ
দেশে,মাটি,মানুষের শাসক
জনদরদী শেখ হাসিনা।
লেখার স্থান-মাভ্যারাইটি ষ্টোর
বগুড়া,বাংলাদেশ।
Discussion about this post