বিশেষ প্রতিবেদকঃঅসুস্থতার কারনে বন্দর-পতেঙ্গা আসনের সরকার দলীয় সংসদ সদস্য এম এ লতিফ এমপি উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডের ব্যাংককে গেছেন। শুক্রবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লতিফ ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আন্তর্জাতিক বিমান বন্দর ম্যানেজার উইং কমান্ডার সরওয়ার ই জাহান। তিনি বলেন,উন্নত চিকিৎসার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সে করে এমপি সাহেবকে সকাল ১১ টায় ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ব্যাংকক হাসপাতালে উনাকে ভর্তি করার কথা রয়েছে। এসময় তাহার স্ত্রীওসঙ্গে ছিলেন।
এদিকে এমপি লতিফের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছেন। তার ওপেন হার্ট সার্জারিও হয়েছে। এক মাস ধরে অসুস্থতা বেড়ে যায়। গত এক সপ্তাহ নগরীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি ছিলেন। তাই উন্নত চিকিৎসার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ব্যাংকক হাসপাতালে উনাকে ভর্তি করার কথা রয়েছে।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে আওয়ামী লীগের ব্যানারে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এম এ লতিফ।
এমপি লতিফ এরআগে চট্টগ্রাম চেম্বারে কয়েক দফায় সভাপতির দায়িত্ব পালন করেছেন।
Discussion about this post