বিশেষ প্রতিবেদকঃগত ৭ই অক্টোবর ২০১৯ ইং তাঠরিখে চট্টগ্রাম প্রতিদিন অনলাইন নিউজ পোর্টাল ও ৯ই অক্টোবর দৈনিক মানবজমিন পত্রিকা সহ কয়েকটি পত্রিকার শিরোনামে” সাংবাদিক হতে গিয়ে হলেন গর্ভবতী””প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।সংবাদটি সম্পুর্ণ বানোয়াট,মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত।
তাই সংবাদটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।একটি কুচক্রীমহলসহ আমার অফিসের জমিদার গন আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষে সংশ্লিষ্ট সংবাদ দাতাকে মিথ্যা,বানোয়াট ও ভুয়া তথ্য প্রদান করে সংবাদটি পরিবেশন করেছে।
সংবাদে উল্লেখ্য করা হয়েছে অভিযোগ সূত্রে জানা যায়, এস টিভি ২৪ অফিসে চাকরি করেন শ্রাবণী (ছদ্ব নাম)। শ্রাবণী ও সপ্না নানা অনুষ্ঠানের নিউজ সংগ্রহ করলেও তা প্রচার না হওয়ায় তারা শহিদুলের কাছে জানতে চাইলে তিনি বলতেন সময় হলে তা প্রচার হবে’।
দীর্ঘদিন ধরে শ্রাবণীকে শহিদুল ধর্ষণ করে আসছিলেন। ধর্ষণে নারীর সাত মাসের গর্ভবতী। আমার ভাড়াকৃত অফিসের জমিদারের সাথে অফিস নিয়ে দ্বন্দ্ব চলছিল দীর্ঘদিন ইতিপূর্বে অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হয় অবশেষে একটি মেয়েকে দিয়ে পাহাড়তলী থানায় আমার নামে অভিযোগ করেছে আমি তাকে কুপ্রস্তাব দিয়েছি এবং জড়িয়ে ধরেছি ওই অভিযোগের প্রেক্ষিতে আমাকে থানায় আটক করে এবং পরের দিন আমার অফিস দখল করে নেয় থানায় দাখিলকৃত অভিযোগে উল্লেখ নেই ।
আমি শহিদুল উক্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।