ছোটগল্পঃঅঝোরের পরিণতি
শেখ আশরাফুল ইসলাাম
প্রথম পর্ব
অঝোর যে বেপরোয়া তা, আর বন্ধু মহলে অজানা নয়।তবুও অঝোর আজ আসতে এতো দেরি করছে কেন? বলেই পরিণীতা যেন রাগে রাগান্বিত হচ্ছে। পরিণীতার সাথে অঝোরের কোন সম্পর্ক আছে কি না বন্ধু মহলে তা আজও অজানা।তবে, পরিনীতার কাছে অঝোর এক শত সত্য নাম। যাকে না দেখলে পরিনীতার ঘুম হারাম হয়ে যায়।পরিনীতার ছটফট শব্দ টা যেনই অঝোর! আমরা আজ পাঁচ বন্ধু মিলিত হয়ে ছিলাম দেখা করবো মজা আড্ডা। কিন্তু, অঝোর যেন তার বারো টা বাজিয়ে দিচ্ছে। আসতে লেট…..।অঝোরের পরিবার সম্পর্কে যদি আমি বলি তাহলে বলতে হবে নিম্নবিত্ত। তবে,অঝোরের বাবা হানিফ তালুকদার তিন তিন টি বিয়ে করেছেন।সন্তান আদি বলতে বারো জন।অঝোর তৃতীয় পক্ষের প্রথম সন্তান। জমি জমা বলতে বললামই তো নিম্নবিত্ত।যা আছে বসত ভিটা ছাড়া আর কিছু নয়।গত সাপ্তাহের অঝোরে একটি ঘটনা যেন আমার মনে দাগ কেঁটে গিয়েছিল। ওর বাবার প্রথম পক্ষের সন্তান হাদি। হাদির সাথে হানিফ তালুকদারের যেন মাঝে মাঝেই ঝামেলায় লিপ্ত হয়।হাদি সে দিন ও বলে ছিল জোড় গলায় বাবাকে কুকুরের মত সন্তান জন্ম দিয়ে মাঠে ময়দানে না ছাড়লেও পারতেন।কেননা, একটি সন্তান কেও প্রতিষ্ঠিত করেন নি।হাদির ছোট ভাই আরিফ নিয়ে বলে উঠলো আরিফ কি সাদে গাঁজা খায়।ওর মনে কোন শান্তি নেই। আমাকে বিয়ে করিয়েছেন ঠিকি আমাকে অযোগ্য করেই শুধু আপনার স্বার্থ উদ্ধারের জন্য। এনেছেন আবার এক লাখ টাকা যৌতুক। তারা তো আর দেন মোহর কম দেয়নি সেটি আমার ঘারের উপর চাঁপিয়ে দিয়েছেন।
Discussion about this post