কবিতা
চেতনা তুমি বেশ সাবাস সাবাস,
মনদৈহিক ভাবনা বিশেষ,
যাহা কিছু মহান, কির্তীমান,
প্রগতি দুর্গতি চেতনার ফলাফল।
চেতনা চিন্তার উৎপত্তিস্থল,
চিন্তাই যতসব সৃষ্টি ধর্ম কর্ম সার,
জগতের যত উপমা উদাহরণ,
চেতনার কাজ, ভালো মন্দ উত্থান পতন!
পিরামিড থেকে তাজমহল,
মস্কোর ঘন্টা উদ্যান ব্যাবিলন,
চিনের প্রাচীর বল কাবাঘর,
এজুগের মুর্তি স্বাধীনতার, আমেরিকার।
চেতনাই করেছে যতোসব আবিষ্কার,
যত অনাসৃষ্টি যুদ্ধ হত্যা,অহংকার বিকার!
অশুভ শাসন শোসন,অনাসৃষ্টি অনাচার!
অশুভ চেতনারই ফলাফল।
চেতনা মহান চেতনা চিন্তার বান,
মহতী উদ্যোগ সংঘবদ্ধ চেতনার উনমেস,
মানুষ গোষ্ঠী জাতি করেছে প্রগতশীল,
অচেতন মানবসমাজ ঘুমন্ত জীবন্ত লাশ।।
Discussion about this post