মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী পার্টি অফিসে তৃণমূল নেতা কর্মীদের নিয়ে মরহুম ইসরাফিল আলমের সহধর্মিণীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় সভায় আত্রাই উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, প্রবীণ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলালের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম জননেতা মোঃ ইসরাফিল আলম এম পি মহোদয়ের সহধর্মিণী জনাব সুলতানা পারভীন বিউটি ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.এবাদুর রহমান প্রামাণিক,আওয়ামী সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম।
উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ তৃণমূল নেতাকর্মী সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন। স্মৃতিচারণ করতে গিয়ে ইসরাফিল আলম এমপির সহধর্মিণী ভারাক্রান্ত মন নিয়ে বলেন,তাঁর অকাল মৃত্যুতে আমার মনের অবস্থা কি তা আপনারা বুঝতে পারছেন।আমি বুঝতে পারছি আপনাদের মনের অবস্থা।
সবাইকে কাঁদিয়ে তাঁর এই হঠাৎ চলে যাওয়াতে এলাকার যে অপূরণীয় ক্ষতি তা আপনারা জানেন। চোখ ছলছল অশ্রু মুছে তিনি বলেন আমি আজ বেশি কিছু বলবো না, সে নেই চিরদিনের জন্য এ পৃথিবী মায়া ত্যাগ করে চলে গেছে না ফেরার দেশে। কিন্তু আমি আপনাদের সাথে ও পাশে থেকে তাঁর অসমাপ্ত কাজগুলো করে যেতে চাই।আপনারা মন প্রাণ উজার করে তাঁর জন্য দোয়া করবেন।
Discussion about this post