নাগরপুর প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুরে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে নাগরপুর উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এক
আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়। নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মোঃ হুমায়ুন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, সাবেক কমান্ডার সুজায়েত হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে ৬ জন প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়।
Discussion about this post