বাঁশখালী প্রতিবেদকঃটানা বারিবর্ষণে জলকদরের জোয়ারের পানিতে তলিয়ে গেল উপজেলার শিলকুপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার হেড পাড়ার অসংখ্য বসতঘর ।
গৃহবন্ধি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।
বুধবার (১৯ আগস্ট) সরেজমিনে দেখা যায়, বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নের ওই এলাকার জালিয়াখালী নতুন বাজারের পশ্চিমে ডাকবাংলো সড়কটি অতিবৃষ্টিতে বন্যায় প্লাবিত হয়ে এবং জলকদরের জোয়ারের পানির স্রোতে স্লুইসগেইট ভেঙে সকাল সাড়ে ১১টায় লোকালয়ে পানি প্রবেশ করে তলিয়ে যায় ওই এলাকার হেড পাড়ার অসংখ্য বসতঘর সহ পশ্চিম মনকিচর এলাকার নিম্নাঞ্চল।
স্থানীয়রা অাশংকা করছে, এ মুহূর্তে স্লুইসগেইটে বাঁধ নির্মাণ করা না হলে রাতের জোয়ারে বিলীন হয়ে যাবে হেড পাড়ার নিম্নাঞ্চল সহ আশপাশের মনকিচর এলাকা। সড়কের মাঝ বরাবর ভেঙে যাওয়ায় পশ্চিম মনকিচরের সাথে জালিয়াখালী বাজারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে এতে জনজীবন দূর্বিসহ হয়ে পড়বে।এলাকাবাসি জানান,সকালে স্লুইসগেইট ভেঙে জোয়ারের পানিতে তলিয়ে যায় হেডপাড়ার নির্মাঞ্চল। এতে আমাদের বসতঘরে পানি ডুকে। আমরা গৃহবন্ধী হয়ে পড়েছি। খুব শিগ্রই তারা স্লুইসগেইটে বাঁধ নির্মাণের জন্য কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয় ইউপি সদস্য জানান বাজারের পশ্চিমে ডাকবাংলো সড়ক দিয়ে কয়েক হাজার মানুষের চলাচল হয়। আজকে জোয়ারের পানি প্রবেশ করে তলিয়ে যায় আমার এলাকাটি। জোয়ারের পানি প্রবেশ ঠেকাতে না পারলে এতে মনকিরচর নতুন বাজার, শিলকুপ ইউনিয়ন পরিষদ, বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, স্থানীয় মসজিদ সহ অনেক ফসলি জমি পানিতে তলিয়ে যাবে।