আজমিরা কালিগঞ্জ ( সাতক্ষীরা) প্রতিনিধি ঃ কালিগঞ্জে দূর্যোগ ঝুকি হ্রাস কার্যক্রম বাস্তবায়নে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বুধবার সকাল ১০ঘটিকায় উপজেলা অফিস ক্লাবে দূর্যোগ ঝুকি হ্রাস কার্যক্রম বাস্তবায়নে উদ্বুদ্বকরন তহবিল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউএসআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়নে এই কর্মশালার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দীন হাসান।ওয়াল্ড ফুড প্রোগ্রাম খুলনার সমন্বয়কারী মাহফুজুল আলমের সভাপতিত্বে দূর্যোগ ঝুকি হ্রাস প্রকল্পের প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন প্রোগ্রাম অফিসার নাজমুন নাহার নুর এবং প্রণব কুমার দে তারা উপজেলা পর্যায়ে এক্রিলারেশন ফান্ড বাস্তবায়নের নির্দেশনা গুলো তুলে ধরেন।কর্মশালায় আরও বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার ওসি রাজীব হাসান।প্রকল্প বাস্তবায়নের কর্মকর্তা শাহারিয়ার মাহসুদ রঞ্জু।সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান। মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার। আওয়ামীলীগের সাধারণ সস্পাদক মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদি। কর্মশালায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, সচিব,শিক্ষক, ও উপজেলার দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।দূর্যোগ ঝুকি হ্রাসের জন্য কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে প্রথম পর্যায়ে ৬টি ইউনিয়ন পরিষদের প্রত্যেক কে ১০লক্ষ করে ফান্ড প্রদান করা হবে। ডি আর আর কম্পোনেন্ট নবযাত্রা প্রকল্প,বিশ্ব খাদ্য কর্মসূচি খুলনা বিভাগের ৪টি উপজেলায় ২০২০সাল পর্যন্ত এই প্রকল্পের কাজ বাস্তবায়িত হবে।
Discussion about this post