কবিতা-যন্ত্র
কবি মোঃআবু বকর সিদ্দীক
বিজ্ঞানের প্রতি আসক্তি
যন্ত্রে শান্তি চাই,
যন্ত্রের ও ভাই যন্ত্রনা আছে
ভেবে দেখো তাই!
সব কিছুরই লিমিট আছে,
এই দুনিয়ার বুকে।
অধিক কষ্ট চাপিয়ে দিলে,
বিপদ আসে তাতে।
সাবধানতা ধারন করো,
লালন করো বুকে।
বিপদ বালাই আসবে কম,
খাটি করো নিয়্যাত কে।
যন্ত্রের কাছে সাহায্য নয়,
চাও প্রভুর কাছে।
শান্তি দিবেন মহান রব,
কোরআনে এটাই লেখা আছে ভাই।