বট বৃক্ষের মতো তারা,
যেন ছায়া তরু।
আর কেউ তো নয় যে,
আমার শিক্ষা গুরু।
পাচটি বছর ছিলাম আমি,
তাদের পরশে।
সকল প্রকার নির্দেশনায়,
চলতাম আদেশে।
তাদের ছেড়ে অনেক বছর,
হয়ে গেলো পার।
তবুও আমার মনে পরে,
শুধুই বারে বার।
মাথার মুকুট হয়ে তারা,
থাকবে চিরকাল।
দোয়া করি মন খুলে ভাই,
কাটুক সুখে কাল।
আমার ছ্যারের নামটি যাহার,
জানতে ইচ্ছে করে।
পড়তে হবে সকল লাইন,
জানবে তাহার পরে।
বাবুল,কালাম,ফজলু ছ্যার,
আরো মুজিবর।
শাহিন,মজিদ,ইসমাইল,
আরো আলমগীর।
ওয়াহাব,গফুর,দাউদ ছ্যার,
ম্যাডাম রুবিনা।
শফি ছ্যারে স্মৃতি গুলো,
ভুলতে পারি না।
কেরানি পদে আসলো নতুন,
বোরহান তাহার নাম।
শাপলা,সোহেল ক্লাস নিতো,
করতো ভালো কাম।
স্মৃতির পাতায় রাখবো গেঁথে,
সারা জীবন ভর।
পড়লে মনে তাদের কথা,
হৃদয় দর দর।