মুর্শিদ আমার মাইজভান্ডারি
মন শহরের দোকানদার,
টাকা পয়সা ছাড়া মুর্শিদ
করেন কাজকারবার।
এমন মুর্শিদ মাইজভান্ডারি
ভাগ্যে আছে যার,
বিপদে আপদে মুর্শিদ কেবলা
সংয় সম্পূর্ণ তাঁর।
ভক্তগনের পক্ষে মুর্শিদ
আল্লাহ রাসুলের সনে-
করেন যে দিদার,
গাউসুল আযম মাইজভান্ডারি
বিশেষ পাহারাদার।
এই পারে ঐ পারে মুর্শিদ
করিবেন উদ্ধার,
আউয়ালে আখেরে তাই
ভয় নাই আমার।(কবি আব্দুল কুদ্দুস )