৭১ বাংলাদেশ ডেস্কঃসাবেক রাষ্ট্রপতি সম্মিলিত জাতীয় জোট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি শুক্রবার (০৬ এপ্রিল) চট্টগ্রাম আসছেন। শনিবার (৭ এপ্রিল) বিকেলে লালদীঘি মাঠে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন এরশাদ।
চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে থাকছেন জাতীয় পার্টির মহাসচিব ও সম্মিলিত জাতীয় জোটের প্রধান মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার এমপিসহ সম্মিলিত জাতীয় জোটের নেতারা। মহাসমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান ও সম্মিলিত জাতীয় জোটের শীর্ষনেতা আল্লামা এমএ মান্নান। পরিচালনা করবেন পরিচালনা করবেন ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এমএ মতিন।
Discussion about this post