ওসমান গনি,লালমনিরহাটঃ৪ সেপ্টেম্বর রবিবার বিকালে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় চন্দ্রপুর ইউনিয়নের লতাবর উচ্চবিদ্যালয় মাঠে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।খেলায় অংশ নেয় গোড়ল ইউনিয়নের চৌপথী ফুটবল একাদশ ও কাকিনা ইউনিয়নের ফুটবল একাদশ।
অনুষ্ঠানে উপজেলার হাজরানীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো.জামাল হোসেন খোকন ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ চন্দ্রপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ডাঃনারায়ণ চন্দ্র দেবনাথ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্মসাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বিপ্লব,ইউপি সদস্য নুরইসলাম সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। খেলাটি পরিচালনা করেন রাজা মজিবর রহমান।
প্রধান অতিথি বলেন,খেলাধুলা জীবনেরই একটি অংশ।মানুষের শরীর ও মন সতেজ রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই।খেলাধুলার মাধ্যমে মানুষের পরিচিতি বাড়ে,মানুষের সাথে নতুন নতুন সম্পর্কের সৃষ্টি হয়ে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয়।খেলাধুলা ও বিনোদন,মানুষকে মাদকসহ নানা অনৈতিক কর্মকান্ড থেকে বিরত রাখতে পারে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি যুবসমাজের প্রতি উদাত্ত আহবান জানান এবং বিশ্বব্যাপী করোনা মহামারী সংকটে সকলকে সতর্কতা অবলম্বন করারও পরামর্শ দেন।খেলাটি আয়োজন করেন লতাবর সতীর পাড় যুব সংঘ।
খেলায় দু”টি দলই দর্শক নন্দিত চমকপ্রদ ফুটবল খেলা উপহার দিয়েছে।আক্রমণ ও পাল্টা আক্রমণের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে কোন পক্ষেই গোল না হওয়ায় ট্রাইবেকারে কাকিনা পাঁচমাথা ফুটবল একাদশ ৩-২ গোলে গোড়ল চৌপথি ফুটবল একাদশকে পরাজিত করে।
Discussion about this post