সত্যের সাথে,কলম যোদ্ধা
এক পরিচিত নাম “শেখ সেলিম”
সাংবাদিকতা ও লেখা লেখিতে তিনি বাংলাদেশের পরিচিত এক নাম “ মোঃশেখ সেলিম”
যার কলমের কালির কাছে কোনো অস্ত্রের মূল্য নেই;যার কলম সবসময় সত্যের পথে,অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সাহসের সাথেই।আমি সবসময় চিন্তা করি বর্তমান সমাজে এই ধরণের সৎ ও নিষ্ঠাবান মানুষ এখনও বেঁচে আছে।
সত্যি গর্বিত আমি এমন মানুষের সাথে বন্ধুত্ব বজায় রাখতে পেরে।আমি সূদুর থেকে সন্মানিত ও প্রিয় শেখ সেলিম ভাইয়ের জন্য দোয়া কামনা করছি যিনি সাংবাদিকদের মধ্যে এক নতুন দিকনির্দেশনা নিয়ে আসেন এই সমাজে।
যার জন্য তিনি পুরুস্কার ও পেয়েছেন,গুনিজনদের হাত থেকে এইতো সেদিন তিনি সনদপত্র পেলেন। সাংবাদিক শেখ সেলিম আমাদের দেশের গর্বিত সন্তান। তিনি চট্রগ্রাম শহরের ২৩ নাং ওয়ার্ড পাঠানটুলির স্হানীয় বাসিন্দা ”
তিনি চট্টগ্রামে পিআইডি’র সম্মেলন কক্ষে ইউনেস্কো ক্লাব চিটাগাং এর উদ্যোগে ‘ই জার্নালিজম’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয় যে অনুষ্ঠান ১৫ সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে।সাংবাদিক শেখ সেলিম এই অনুষ্ঠানে যোগদান করেন এবং গুনীজনের হাত থেকে তার সন্মানের মূল্যটুকু পেয়ে থাকেন একটি সনদের মাধ্যমে।
যার মাঝে বিভিন্ন গুনাগুন আছে তিনি একদিকে যেভাবে সংবাদ ধারণা নিয়ে থাকেন, অন্য দিকে আবার সংবাদ অনুসন্ধানী প্রতিবেদন ও পেশ করে থাকেন, এছাড়াও শেখ সেলিম একাধিক ভাবে সংবাদ সম্পাদনা ও বিভিন্ন বিষয়ে ফিচার লেখার কৌশল তার মাঝে বিরাজমান করছে।
এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এ প্রশিক্ষণ কর্মশালায়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ও সন্মানিত উপস্থিত মহলের হাত থেকে সাংবাদিক শেখ সেলিম এর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।আর এই সনদপত্র তুলে দেন দৈনিক পূর্বদেশের যুগ্ম সম্পাদক জনাব আবু তাহের মুহম্মদ সহ আরো উপস্থিত থাকা অনেক গুনিজন।
লেখক সাংবাদিক ফিরোজ খান ।
Discussion about this post