বিশেষ প্রতিবেদকঃসীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের ৩৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।শুক্রবার(১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ। লাশের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে,অজ্ঞাত ব্যক্তিটি রেললাইনের ধারে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়ে রেল লাইনের পাশে পড়ে থাকে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে হাসপাতাল নেওয়ার প্রস্তুতি নিলে ওই ব্যক্তি মারা যায়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের এসআই মঞ্জুরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।,
Discussion about this post