৭১ বাংলাদেশ ডেস্কঃ-
বিএনপি নেতারা বলছেন, ষড়যন্ত্রমূলক রায় হলে গড়ে তোলা হবে কঠোর আন্দোলন। আর অরাজকতা প্রতিহতের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামীলীগ। অন্যদিকে রায়ের দিনটিকে চ্যালেঞ্জ হিসেবে না নিলেও, নাশকতা এড়াতে জিরো টলারেন্সের কথা বলছে প্রশাসন। আগামী ৮ ফেব্রুয়ারী জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় ঘোষনাকে কেন্দ্র করে এখন গরম রাজনৈতিক অঙ্গন। যার রেশ আছে চট্টগ্রামেও।রায়ে দলীয় চেয়ারপার্সনের সাজা হতে পারে এমন শংকায় আছে বিএনপির নেতাকর্মীরা। তাই রায় ঘোষণার দিন রাজপথে থাকার প্রস্তুতি নেয়ার কথা বলছেন রাজনৈতিক নেতারা। এজন্য ৬টি স্থান নির্ধারনের কথাও জানায় দলটি। প্রস্তুতি নিচ্ছে সরকারি দলও। নেতারা বলছেন, রায়কে কেন্দ্র করে যদি বিএনপি ধ্বংসাত্মক কোন কর্মকান্ড চালায়, তাহলে রাজপথেই তা প্রতিহত করা হবে। এমন পরিস্থিতিতে প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। তারা বলছেন, যে কোন ধরনের নাশকতা ঠেকাতে জিরো টলারেন্স নীতি অনুরসণ করবে পুলিশ। ৮ ফেব্রুয়ারির আগেই বিভিন্ন স্থানে নজরদারি বৃদ্ধির পাশাপাশি শহরের সব গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্তও নিয়েছে সিএমপি।
Discussion about this post