হাবিবুল ইসলাম হাবিবঃটেকনাফে ঔষুধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিগনের চাকুরীর বিভিন্ন পেশাগত সমস্যাদি সমাধানকল্পে সরকারের নিকট “সুনির্দিষ্ট নীতিমালা” সহ ৫ দফা বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার আহবানে দেশব্যাপী মানববন্ধনের অংশ হিসেবে টেকনাফ ফারিয়ার উদ্যোগে ফারিয়া সহ সভাপতি মিরাস উদ্দিনের নেতৃত্বে এক বিশাল মানববন্ধন সম্পন্ন হয়।
১৯ অক্টোবর ২০২০ইং সকাল ১০ ঘটিকার সময় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া ঢাকার সহ সভাপতি আবু সুফিয়ান, প্রধান বক্তা হিসেবে উপস্তিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ফারিয়ার কার্যকরী সদস্য জামাল হোসাইন, টেকনাফ ফারিয়া সেক্রেটারি রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আয়াছ উদ্দিন, সহ-সভাপতি খালেক সর্দার, সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি আজিম উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, নির্বাহী সদস্য চঞ্চল বড়ুয়া, মোহাম্মদ জুবায়ের, মাসুদ, এরশাদ, মিনার, ইউছুফ, রনি, রাশেদ, প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ঔষুধ শিল্পে আমাদের দিনরাত পরিশ্রমের ফসলই বিশ্ব দরবারে বাংলাদেশ এর আধিপত্য। কিন্তু দু:খজনক হলেও সত্য যে আজ আমরাই অবহেলিত, নির্যাতিত, আমরা ন্যায্য বেতন পাইনা, সরকারি ছুটি নেই, কথায় কথায় চাকুরী নাই, কোন নির্ধারিত কর্মঘন্টা নাই। এক কথায় আমরা যারা প্রতিনিধি আছি আমাদের কোন নীতিমালাই নেই। তাই সরকারের নিকট একটি প্রতিনিধি বান্ধব সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়নের দাবী জানাচ্ছি। অন্যতায় আমাদের অধিকার আদায়ে আরো জোড়ালো কর্মসূচী দেয়া হবে বলে বক্তারা বলেন
Discussion about this post