বিশেষ প্রতিবেদকঃডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ ও মহানগর শাখার নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাত ও মতবিনিময়কালে চসিক প্রশাসক আলহাজ্ব মো: খোরশেদ আলম সুজন বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারের চেয়েও দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে মানবাধিকার সংগঠনের সাথে জড়িত নেতাকর্মীদের।
যেখানে মানবাধিকার ভুলন্ঠিত হবে সেখানেই দ্রুত গতিতে মানবাধিকার কর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে। এসময় প্রশাসক আরো বলেন, অনেক সময় অনেক মানবাধিকার নেতাকর্মীরাও নীতি নৈতিকতা হারিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে নিজেরাও মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত হয়ে পড়ে। এবিষয়ে সকল মানবাধিকার নেতাকর্মীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে সততার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করে মানবাধিকার প্রতিষ্ঠায় মানবাধিকার সংগঠনগুলো এগিয়ে এলে মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।
১৯ অক্টোবর সোমবার রাত ৯টায় নগরীর কাট্টলীস্থ বাসভবনে মানবাধিকার নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা সংগঠনের বিভাগীয় সভাপতি ও মানবাধিকার নেতা মো: হাসান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় মতবিনিময়কালে চসিক প্রশাসক ও নগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মো: খোরশেদ আলম সুজন বলেন, চট্টগ্রামে অন্যান্য অঞ্চলের তুলনায় মানবাধিকার পরিস্থিতি অনেক ভালো। তিনি এসময় সকল মানবাধিকার সংগঠনকে ও মানবাধিকার কর্মীদের মানবাধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে বলেন, মানবাধিকার বিষয়টি জাতিসংঘের স্বীকৃত মৌলিক বিষয়। মানবাধিকার অগ্রাধিকার জাতিসংঘ ঘোষিত এ আহ্বানকে সামনে রেখে সকলকে এগিয়ে আসতে হবে।
এসময় ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের বিভাগীয় সাধারণ সম্পাদক স.ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় ক্রীড়া সম্পাদক বায়েজিদ ফরায়েজি, বিভাগীয় সদস্য হানিফুল ইসলাম চৌধুরী, ছবির আহমেদ, শিউলী আক্তার, মহানগর শাখার সভাপতি মো: ইমরান হোসেন রাসেল, সহ সভাপতি রিদুয়ান পারভেজ, সাধারণ সম্পাদক মো: ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রবিউল, সাংগঠনিক সম্পাদক মো: আবু বক্কর, অর্থ সম্পাদক মো: অনিক, উপ-অর্থ সম্পাদক মো: মেহেদী হাসান শিহাব, সংগঠক মো: তিতাস, সাংবাদিক মো: আব্দুল্লাহ প্রমুখ।
মতবিনিময় সভার শুরুতে সংগঠনের নেতৃবৃন্দ চসিক প্রশাসক আলহাজ্ব মো: খোরশেদ আলম সুজনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।