বিশেষ প্রতিবেদকঃসিলেটের দক্ষিণ সুরমায়, মহিলা রোগীর শ্লীলতাহানীর অভিযোগে এক প্রাথমিক চিকিৎসককে পুলিশের হাতে সপোর্দ করেছে জনতা দক্ষিণ সুরমার রেলগেইট পয়েন্ট সংলগ্ন ফয়ছল মেডিকেল হলে এ ঘটনাটি ঘটে।
আটক প্রাথমিক চিকিৎসক ডাঃ একরাম হোসেন দুয়েল (৪২) দক্ষিণ সুরমার লাউয়াই গ্রামের মৃত মুখতার হোসেন ফয়ছলের পুত্র।
এ ঘটনায় নগরীর সোবহানী ঘাট এলাকার বাসিন্দা ও শ্লীলতাহানীর শিকার বিবাহীত মহিলার ভাই জালাল আহমদ বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি নারী নির্যাতন মামলা দায়ের করেছেন। মামলা নং ২১। তারিখ- ২৬ অক্টোবর ২০২০ ইংরেজী।
জানা যায়, দক্ষিণ সুরমার রেলগেইটে ফয়ছল মেডিকেল হলের প্রাথমিক চিকিৎসক ডাঃ একরাম হোসেন দুয়েলের চেম্বারে নগরীর সোবহানীঘাট এলাকার জালাল আহমদ এর বিবাহীত বোন আরেকজন মহিলা নিয়ে ২৫ অক্টোবর শনিবার বিকেল আড়াইটার দিকে ঐ চেম্বারে যান।
ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এবং ফার্মেসী থেকে ঔষধ নিয়ে তারা বাসায় চলে যান। সন্ধ্যার দিকে ৩০/৪০টি মটর সাইকেলে শতাধিক লোকজন ফয়ছল মেডিকেলে এসে ডাক্তার দুয়েলের উপর চড়াও হন এবং তারা তার শারীরে আঘাত করেন। যা সিসি ক্যামেরায় বিস্তারিত তথ্য রয়েছে। খবর পেয়ে পুলিশ এসে ডাঃ দুয়েলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় মেয়ের ভাই জালাল অভিযোগ করে বলেন,ডাক্তার দুয়েল তাঁর বোনের শ্লীলতাহানী করেছে। কাপড় খুলে শরীরে হাত দিয়েছে। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় নানা নাটকিয়তার পর নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন বলেন, প্রাথমিক চিকিৎসক একরাম হোসেন দুয়েলের উপর নারী নির্যাতনে মামলা হয়েছে। আমরা আসামীকে রোববার বিশেষ আদালতে প্রেরণ করেছি। মাননীয় আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।