বিশেষ প্রতিনিধিঃ ফ্রান্সে মহানবী (দ)’র ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ চট্টগ্রাম মহানগরীর প্রেসক্লাব চত্বরে ২৭ সেপ্টেম্বর বিকাল ৩ টায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ চট্টগ্রাম নগর শাখা।
আল্লামা শাহ নুর মুহাম্মদ আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ জামেউল আখতার আশরাফী।
নগর সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুন নবী কাদেরীর সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটির কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার।
বক্তব্য রাখেন অধ্যক্ষ মাও. বদিউল আলম রেজভি,অধ্যক্ষ মাও.আবুল কালাম আমিরী,মাও. ইউনুছ তৈয়বি,অধ্যক্ষ ড. মহিউল হক,মাও. ইদ্রিস আল কাদেরী, দস্তগীর আলম,হাবিবুল মুস্তফা সিদ্দিকী, মাও.সোহাইল উদ্দীন আনছারী,মাও. দিদারুল আলম,মাও. মুখতার আহমদ রেজভি,মাও. কামাল উদ্দীন রেজভি, মাও. আব্দুল্লাহ ফয়সাল কাদেরী, মেহেদি হাসান মুস্তফা, কাজী আরাফাত প্রমূখ।