কবিতা- সাহসী লক্ষী
মাটির টানে,দেশের টানে মানব,মানবতায় বাংলায় ধ্বনি।
মায়ের দোয়া,বাবার দোয়া সকল মানব ভালোবাসি
দেশের মাটি,দেশের মানুষ বিশ্বাস করি ভালোবাসি
মায়ের দোয়া,বাবার কথা বাস্তবানে মানুষের পাশে শপথ করি
মানুষ আমি মুসলমান বিশ্বাস করি
আল্লাহ একক দু’জাহানের বাদশা আল্লাহ মহান
ন্যায়ের পথ কঠিন দেখ? আছে দুঃখীর পাশে আমার মায়ের হাত
কবি-মোঃ তাজ উদ্দীন লেখক,গবেষক চেয়ারম্যান শতবর্ষের বঙ্গবন্ধু গবেষণা পরিষদ।