৭১ বাংলাদেশ ডেস্কঃসকালের সময় সম্পাদক সহ সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত পিটিশনের প্রতিবাদে মানববন্ধনে বক্তারা বলেন সংবাদপত্র ও সাংবাদিকের বিরুদ্ধে রিট পিটিশন করে স্বাধীন গণমাধ্যমের কন্ঠরোধ করছে । ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালের সময় সম্পাদক ও প্রকাশক মোঃ নূর হাকিমসহ ৫ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে চট্টগ্রামের এক মহিলার দায়ের করা উদ্দেশ্য প্রণোদিত পিটিশন দাখিলের প্রতিবাদে ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় নগরের মোমিন রোডের চেরাগি চত্বরে মানববন্ধন করেছে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ(বিএসকেপি) ।
মানববন্ধনে বক্তারা বলেন নিজের সকল অপকর্ম ধামাচাপা দিতেই সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে উদ্দেশ্য প্রণোদিতভাবে পিটিশন করেছে উক্ত মহিলা ।
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে গণমাধ্যম বান্ধব সেখানে উক্ত মহিলা উদ্দেশ্য প্রণোদিত রিট পিটিশন করেছে তা অত্যান্ত দুঃখজনক। অবিলম্বে এ রিট পিটিশন বাতিল ও প্রতাহার করতে হবে এবং স্বাধীন গণমাধ্যমের উপরে হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ(বিএসকেপি) ও ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান । মানববন্ধনে সংগঠনের বিভাগের সভাপতি মো হাসান মুরাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলশী থানা কমান্ডের কমান্ডার ইনচার্জ বীর মুক্তিযোদ্ধা এস.এম লিয়াকত হোসেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুরেশ দাশ, ক্রীড়া সম্পাদক বায়েজিদ ফরায়েজী, শ্রম সম্পাদক মো: কালিম শেখ, উপ দপ্তর সম্পাদক সাজেদা বেগম সাজু, সাংস্কৃতিক সম্পাদক হানিফুল ইসলাম চৌধুরী, উপ সাংস্কৃতিক সম্পাদক শিউলী আক্তার, সদস্য নুর জাহান আকতার, নুপুর আকতার, রতন ভট্টাচার্য, সাথী কামাল, বিপ্লব বিজয়, সুমন বড়–য়া, প্রগতিশীল সংবাদপত্র পাঠক ফোরামের কেন্দ্রীয় সভাপতি সাহেনা আক্তার হেনা, সাধারণ সম্পদক এনামুল হক লিটন, যুব মহিলা লীগ নেত্রী মুক্তা শেখ মুক্তি, রেশমী আক্তার, সংগঠক হাসান তিতাস,
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি) কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক মো: শেখ সেলিম, চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির সাংবাদিক হাবিবুল ইসলাম হাবিব,সাংবাদিক মো: আশরাফুল ইসলাম শাহীন,সাংবাদিক মো: নুর আলম প্রমুখ।