সিলেট প্রতিবেদক:জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২ টার দিকে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আজমল হোসেন রায়হানের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশ পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ।
সমাবেশে বক্তারা বলেন অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ সকল নেতৃবৃন্দের মামলা প্রত্যাহার করতে হবে। নতুবা স্বেচ্ছাসেবক দল সিলেট থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জসিম উদ্দিন, আবুল খায়ের, রিনুক আহমেদ, মিফতাউল কবীর মিফতা, জয়নাল আবেদীন, সুমন শিকদার, আজিজুল হোসেন আজিজ, খালেদুর রশিদ ঝলক, আব্দুল হান্নান, তছির আলী, আবুল কালাম, ছিদ্দিক আলী, দেওয়ান নিজাম খান, দেওয়ান কামরান, সাজু আহমেদ, রাজু আহমেদ, আব্দুল খালিক মিল্টন, টিটন মল্লিক, একরাম হোসেন, ইন্তেজার আলী, মনোয়ার হোসেন খলিল, আব্দুল আহাদ পারভেজ, মাসুক গাজি, জিএম সুমন, ইমরান খান, শামীম আহমদ লোকমান, আজিজ খান, রেজোয়ান উদ্দিন সুমন, এইচএ লিমন, তৌহিদুল ইসলাম আবু, শায়েস্তা মিয়া, সুমন আহমদ, আলী হোসেন, পাপলু আহমেদ, জুবেল আহমদ, আওয়াল আহমদ, আব্দুল কুদ্দুস, মানিক আহমদ, আব্দুস শহীদ, কামরুল ইসলাম, জাবের মাসুম, এলিম আহমদ, সাবেল আহমদ প্রমুখ