বিশেষ প্রতিবেদকঃসশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় গণভবনে তারা দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে।
এসময় বাহিনী প্রধানদের সঙ্গে কিছু সময় কথা বলেন সরকার প্রধান।
এ বছর করোনার কারণে দিবসটির আনুষ্ঠানিকতা সীমিত করা হয়েছে বলে জানানো হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে।
সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের পাশাপাশি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন।